ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ২৬টি অটোরিক্সাসহ দোকান আগুনে পুড়ে ছাই হয়েগেছে। শুক্রবার রাতে উপজেলার বিনাউটি ইউপির আদ্রা অনন্তপুর বাজারে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, শুক্রবার দিবাগত মধ্যরাতে হঠাৎ একটি সিএনজি গ্যারিজে আগুন লেগে, আগুনে ১৭টি সিএনজি চালিত অটোরিক্সা,৭টি অটোবাইক, ১টি মুদি দোকান পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় ফায়ার সার্ভিস সংবাদ পেয়ে ২ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। করোনা ভাইরাসের কারণে গাড়ি গুলো গ্যারিজে রাখা ছিল।
আগুনে ক্ষতিগ্রস্থরা জানায়, এই আগুনে পুড়ে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থরা আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন।
খবর পেয়ে ঘটনাস্থল পরির্দশন করেছেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মনির হোসেন ও কসবা পৌরসভার মেয়র এমরান উদ্দিন জুয়েল।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com