ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলা মূলগ্রাম ইউনিয়নের নিবড়া গ্রামে শারিরিক প্রতিবন্ধী কৃষক আনিস মিয়ার ধান কেটে দিয়েছে ছাত্রলীগ নেতা-কর্মীরা। আজ বুধবার দুপুরে চারগাছ এন আই ভূঁইয়া ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগ ও মূলগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের নেতা-কর্মীরা ধান কাটার কাজে অংশ নেন।
কসবা উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. ইলিয়াস জানান, স্থানীয় সংসদ সদস্য আইনমন্ত্রী আনিসুল হকের নির্দেশে ছাত্রলীগের নেতা-কর্মীরা ধান কাটার কাজে অংশ নেন। ব্রাহ্মণবাড়িয়া পৌর কলেজের প্রভাষক আব্দুল আউয়ালের পরামর্শে ছাত্রলীগ নেতা, আজমি, সৌরভ, রবিউল্লাহ, নাজমুল, আনোয়ার, জাবেদ, আফসার, হাফিজ, ইসরাফিল প্রমুখ দেড় বিঘা জমির ধান কেটে দেন।
এদিকে কৃষকলীগের সাবেক কেন্দ্রীয় নেতা মো. নাজির মিয়ার নেতৃত্বে স্থানীয় কৃষকলীগের নেতা-কর্মীরা আজ বুধবার দুপুরে বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকার কৃষক বাবুল মিয়া ও গিয়াস উদ্দিনের ৬০ শতক জমির ধান কেটে দেন।
নাজির মিয়া জানান, আগামী আরো এক সপ্তাহ কৃষকের ধান কেটে দেয়ার কাজে থাকবেন তারা।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com