আজ শুক্রবার দিনব্যাপী কসবার কুল্লাপাথরে সাংবাদিকদের মিলন মেলা ঘটেছে। আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী এ্যাডভোকেট আনিসুল হকের আমন্ত্রণে বনভোজন উপলক্ষ্যে এ মিলনমেলায় রাজধানী ঢাকা ল রিপোর্টার্স ফোরাম, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া ও কসবা প্রেসক্লাবের শতাধিক সাংবাদিক অংশগ্রহন করেছে। অংশ গ্রহন করেছেন আখাউড়া ও কসবার প্রশাসন, আওয়ামীলীগের নেতৃবৃন্দরা। ব্যস্ত জীবনের ফাকে নিজেদের জন্য আলাদা একটি দিন কসবার কুল্লাপাথরের মনোমুগ্ধকর পরিবেশে সাংবাদিকরা বিভিন্ন আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে কাটিয়েছেন। দিনব্যাপী সাংবাদিকদের বনভোজন অনুষ্ঠানে আইনমন্ত্রীর সৌজন্যে দুপুরে দেশীয় খাবার, র্যাফেল ড্র, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। একসাথে ৫১জন শহীদ মুক্তিযোদ্ধার সমাধিস্থল পরির্দশনসহ সাংবাদিকরা কুল্লাপাথরের বিভিন্ন স্থান ঘুরে দেখেন। বনভোজন শেষে ফেরার পথে সাংবাদিক নেতারাসহ কসবা নেতৃবৃন্দরা বনভোজনের মঞ্চে শুভেচ্ছা বক্তব্য রাখেন।
বনভোজনে অংশগ্রহনের সময় সাংবাদিকের ক্যামেরায় আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান ও তার স্ত্রী উম্মে শবনম মোস্তারী মৌসুমী
এদিকে সাংবাদিকদের বনভোজনে দুপুরে অংশগ্রহন করেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান তার স্ত্রী সুপ্রিমকোর্টের আইনজীবী এ্যাড: উম্মে শবনম মোস্তারী মৌসুমী, কসবার মেয়র এমরান উদ্দিন জুয়েল, কসবার সহকারী কমিশনার ভুমি জুবাইদা আক্তার,আখাউড়া উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান পিয়ারা আক্তার, পুরুষ ভাইস-চেয়ারম্যান মোরাদ হোসেনসহ শতাধিক রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন আইনমন্ত্রীর এপিএস এ্যাডভোকেট রাসেদুল কাউছার জীবন, রাজধানী ঢাকার ল রিপোর্টাস ফোরামের সভাপতি আশুতোষ সরকার, সাধারন সম্পাদক আজিজুল ইসলাম পান্নু, দৈনিক নয়াদিগন্তের সিনিয়র সাংবাদিক খোকন বড়ুয়া, স্টাফ রিপোর্টার হাবীবুর রহমান, কসবা উপজেলা চেয়ারম্যান এড: আনিসুল হক ভুইয়া প্রমুখ।
এই বনভোজন অনুষ্ঠানে রাজধানী ঢাকার ল রিপোর্টাস ফোরামের অন্তত ৬৫জন সাংবাদিকসহ ব্রাহ্মণবাড়িয়া জেলা সাংবাদিক নেতা বাংলাদেশ টেলিভিশনের প্রতিনিধি মোহাম্মদ আরজু, এটিএন বাংলার পীযুষ কান্তি আর্চায, প্রথম আলোর শাহাদত হোসেন, সময় টিভির উজ্জ্বল ১৪ জন, আখাউড়া প্রেসক্লাবের সভাপতি (দৈনিক সংবাদ) মো: মানিক মিয়া, সাধারন সম্পাদক (নয়াদিগন্তের সংবাদদাতা) নুরুন্নবী ভুইয়া, কালের কন্ঠের বিশ্বজিৎ পাল বাবু, এশিয়ান টিভির জুটন বনিক, দৈনিক যুগান্তরের মহিউদ্দিন মিশু, সমকালের নাছির উদ্দিন, নিউজ২৪ এর মাসুকুর রহমান হৃদয়,রিপোর্টাস ইউনিটির সভাপতি আব্দুল মমিন বাবুল, সাধারন সম্পাদক সমীর চক্রবর্তী, মোহনা টিভির মোশারফ হোসেন, সাংবাদিক কাজী মফিকুল ইসলাম, দুলাল ঘোষ, হান্নান খাদেম, রাকিবুল ইসলাম, জালাল হোসেন মামুন, রতন পারভেজ, মোজাম্মেল ভুইয়া, মোহাম্মদ শরীফসহ ২১জন, এবং কসবা প্রেসক্লাবের সাধারন সম্পাদক প্রথম আলোর সোহরাব হোসেন, নেপাল চন্দ্র সাহা, যুগান্তরের ইনামুল ইসলামসহ ২০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।
এদিকে রাজধানী ঢাকার ল রিপোর্টার্স ফোরামের সাংবাদিকরা বনভোজনে অংশগ্রহনের আগে সকালে আখাউড়া প্রেসক্লাব পরিদর্শনে আসেন। সকাল সাদে ১০টায় আখাউড়া প্রেসক্লাবে সকালের খাবার খেয়ে বনভোজনের উদ্দেশ্যে রওনা হয়েছেন।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com