করোনা জয় শেষে আবার মিলিত হওয়ার আশা করছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এক ভিডিও বার্তায় ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের এই সংসদ সদস্য আশাবাদ ব্যক্ত করেন। করোনাভাইরাস এখন মহামারি আকার ধারণ করেছে বলে তিনি মন্তব্য করেন।
আর পড়ুন: ঈদের দিন পেটভরে মাংস পোলাও সেমাই খেয়ে প্রতিবন্ধী পথশিশুর মুখে হাসি
ভিডিও বার্তায় তিনি বলেন, করোনাভাইরাস জনিত কারণে আমাদেরকে বাধ্যবাধকতার মধ্যে ঈদ পালন করতে হচ্ছে। আমাদের আয়োজন সীমিত। মহান আল্লাহর নিকট প্রার্থনা তিনি যেন আমাদেরকে এ অবস্থা থেকে পরিত্রাণ দেন। আমরা যদি প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে চলি তাহলে এ অবস্থা থেকে দ্রুত মুক্তি পাবো।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com