তামান্না রুবাইয়াত
ঢাকা।
অঙ্গার হয়ে যাই
আমি কি তোমার ছোট্ট খেলার পুতুল?
আমি কি তোমার ঘুমন্ত কোন দুপুর?
আমায় দিলেও দেও যে কেবল নিত্ত হেলাফেলা
তোমার মনে আমার জন্য নেই ঠাই একবেলা
তোমায় আমি দেবার মত পাই না এমন কিছু
বলও যদি দিতে পারি শুধু চোখের জলটুকু
এভাবে আর পুড়াবে কত,করবে আমায় ছাই
জ্বলতে জ্বলতে আমি যে তোমার
অঙ্গার হয়ে যাই!
তামান্না রুবাইয়াত
ঢাকা।
দুঃখ তুমি বন্ধু হলে
আমি যদি তোমার হতাম
তোমার মনের ভাষা বুঝতাম
তোমার মনের মত করে
মনটা কেবল সাজিয়ে নিতাম
যদি আমি তোমার হতাম!
কত্ত ভাবি তোমার ভাবনায় আসব না
তোমায় নিয়ে মিথ্যে স্বপ্ন বুনব না
জোয়ার-ভাটা কালক্রমে আসে যায়
তুমি কেবল মনটা আমার ধুয়ে যাও
তোমায় আমি পারি নাতো
মুখ ফুটে সব বলতে
মনের কথা মনেই রেখে
পারি না পথ চলতে
আমার চেয়েও একলা তুমি
পারি না কথাটা ভুলতে
তোমার আমি সঙ্গী হলাম
ভয় আর নেইকো তোমার
পঁচিশ বছর গেল চলে
দুঃখ তুমি বন্ধু হলে।
তামান্না রুবাইয়াত
ঢাকা।
দিবানিশি
গেলাম আমি চলে আমারে যেওনা ভুলে
আর করো না ছল, আর করো না ছল
তোমার জন্য চোখের কোনে অশ্রু টলমল
কথা যখন সুর হয় মনের দুঃখ দূর হয়
ছন্দে ছন্দে দুঃখ গাঁথা
কেউ আবার কয় সেটা ভিন্ন ব্যথা
ভুল করেও যদি সুর তুলি
মানুষ ধরে কথার ভুলগুলি
কোথায় যে থাকে সুখ পাখি
ভাবি আর কাঁদি দিবানিশি
তামান্না রুবাইয়াত
ঢাকা।
রংধনু
ওত শত বুঝি না
সঙ্গী আমার চলও না
কেও আমায় বুঝল না
তুমিও আমায় খুঁজলে না
রংধনুটা দাও না এনে
রঙের মালা পরব মনে
ছুটবো না আর আকাশপানে
আর রবে না দুঃখ মনে
তোমার মাঝেই থাকব আমি
খুজলেই আমায় পাবে তুমি
সাতটি রঙের একটা আমি
চোখ বুজলেই দেখবে তুমি
সাতটি রঙয়ের মাঝেই আমি
দেখতে পাওনা কেন তুমি
মনে তোমার লাগলে রঙ
দেখবে তুমি সাতটা রঙ
করো না আর বাহানা
ওত শত বুঝি না
সঙ্গী আমার চলও না
…..
তামান্না রুবাইয়াত
ঢাকা।
অশ্রু
·
মন খারাপের কারন তুমি
শুনব না আর বারণ আমি
করব না আর কান্না কাঁটি
আশা হোক না জতই মাটি
বলব না কথা আগ বাড়িয়ে
দুখ আমি জতই পাই না বটে
করবো না আর জব্দ তোমায়
ভাঙ্গবে না আর মনটা আমার
হাল ছেড়ো না প্রিয় আমার
পাশে আমি আছি তোমার
আর দেবো না দুখ ভুল
জমবে না চোখে আর
অশ্রু কোন!!
………
তামান্না রুবাইয়াত
ঢাকা।
মাগো আমার মা
·
তুমি আমার আয়না
ধরি শুধু বায়না
যখন যা চাই
সময় মত পাই
মায়ের গায়ের গন্ধ
জুড়িয়ে যায় মন তো
মায়ের স্নেহের পরশ
রাখে সদা সরস
তোমার মাখানো লোকমা
খেতে চাই প্রতিদিন মা
মাকে জড়িয়ে ধরলে
ভুলে যাই আমি কে যে
মা হারা যারা
ভীষণ দুখি তাঁরা
তোমার এত ভাবনা
ভাল্লাগে না আমার মা
মায়ের হাসি মুখ
প্রানে লাগে সুখ
চল সবাই যাই
মায়ের গালে ছোট্ট করে
একটি চুমো খাই।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com