ব্রেকিং

x

এসকে সিনহা তার বইয়ে মিথ্যা লিখেছে গায়ের জ্বালা থেকে-আইনমন্ত্রী

শুক্রবার, ২১ সেপ্টেম্বর ২০১৮ | ১২:১১ অপরাহ্ণ

এসকে সিনহা তার বইয়ে মিথ্যা লিখেছে গায়ের জ্বালা থেকে-আইনমন্ত্রী

আইনমন্ত্রী এ্যাডভোকেট আনিসুল হক এমপি বলেছেন, সাবেক প্রধান বিচারপতি এস, কে সিনহার দু:খ থাকতে পারে, সে তার বইয়ে মিথ্যা লিখেছে তার গায়ের জ্বালা থেকে এটা নিয়ে জনগণ বিভ্রান্ত হবে না। আজ শুক্রবার সকাল পোনে  ১১টায় আখাউড়া রেলস্টেশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।
এর আগে তিনি আখাউড়া উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার আনোয়া হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান, আইনন্ত্রীর এপিএস রাসেদুল কাউছার জীবন, আখাউড়া উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন ও আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, আখাউড়া-কসবা সার্কেল এএসপি আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন, আখাউড়া থানার ওসি তদন্ত মোহাম্মদ আরিফুল আমিন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মমিন বাবুল ।
পরে আইনমন্ত্রী আখাউড়া উপজেলা আওয়ামীলীগের খোজখবর নেন।


এদিকে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান বলেছেন, আইনমন্ত্রী এ্যাডভোকেট আনিসুল হক এমপি আজ দুপুর পর্যন্ত কসবার বিভিন্ন অনুষ্ঠান যোগদান শেষে বিকালে আখাউড়া উপজেলা চত্বরে ফলজ বৃক্ষমেলা উদ্বোধন করবেন।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!