ব্রেকিং

x

এবার ভারতের ত্রিপুরায় শিশুসহ ১০ বাংলাদেশী আট

বুধবার, ১৪ আগস্ট ২০২৪ | ১০:৪৪ পূর্বাহ্ণ

এবার ভারতের ত্রিপুরায় শিশুসহ ১০ বাংলাদেশী আট

এবার শিশুসহ ভারতের ত্রিপুরায় ১০ বাংলাদেশী নাগরিককে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সেখানকার বিএসএফ ও রেলওয়ে পুলিশ অভিযান পরিচালনা করে অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদেরকে গ্রেফতার করেছে। আজ বুধবার ত্রিপুরার জাগরন পত্রিকার অনলাইন সংস্করণে এই তথ্য প্রকাশ করেছে।


বিএসএফের বরাদ দিয়ে এই সংবাদ মাধ্যমটি জানায়, মঙ্গলবার সেখানকার মানব পাচার প্রতিরোধ ইউনিট এবং গোয়েন্দা ইউনিট বাংলাদেশী নাগরিকদের গ্রেফতারের জন্য বিশেষ অভিযান পরিচালনা করে। এই অভিযানে পশ্চিম ত্রিপুরার আমতলী এবং দুকলীর সাধারন এলাকায় এক শিশুসহ দশজনকে আটক করে। প্রাথমিক ভাবে তারা বাংলাদেশী নাগরিক হিসাবে স্বীকার করেছে।খবরে আরো বলা হয় বাংলাদেশের চলমান পরিস্থিতিতে সীমান্ত দিয়ে বাংলাদেশী নাগরিকরা ভারতের প্রবেশ করতে চাইছে। তাদের ঠেকাতে বিএসএফ বাংলাদেশ-ভারত সীমান্তে কড়া নজরদারী করছে।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!