কবিতা-
একটা ফুলের শহরে-
হারানো তোমার মাঝেই আমাকে খুঁজে ফিরি
দিনরাত গুনে গুনে কখন যে চব্বিশ ঘণ্টা পেরিয়ে যায়,
আবার একটি নতুন দিনের সূচনায়
প্রায়ই নিজেকে একটা ফুলের শহরে দাঁড়ানো দেখি
দেখি স্তম্ভিত তুমি আমাকেই দেখছো
চুলচেরা হিসেবের মতো খুঁটিয়ে খুঁটিয়ে
তখন আশ্চর্য ঘুম নামছে আমার দুচোখে
ঘুমের ঘোরেও বেশ বুঝতে পারি সাদা গোলাপ হাতে তুমি দাঁড়িয়ে
আমি চিৎকার করে বলতে থাকি, মধুময় গোলাপ নয় বেলি আমার পছন্দ
তুমি মুচকি হাসি ঠোঁটের কোণে এনে বলছো, এবেলাটা সাদা গোলাপেই সেরে নাও লক্ষ্মীটি
সামনের দিনগুলোতে বৃষ্টি ভেজা বেলি তোমার জন্য বরাদ্দ
আচমকা চোখ খুলে যায়
প্রকাশিত চারপাশের শূন্যতায় শুধুই আমি
শূন্য আমি ভেতর থেকেও
নেই গোলাপ নেই বেলি
পাশের সাইড টেবিলে জীবনানন্দের কবিতা সমগ্রের ভেতরে মহাবিশ্বকে জাপটে ধরে আছে অনেকদিনের বেলপাতা দমঠাসা গুমোট ভাব নিয়ে আমার’ই মতো
ক্রমশ নিঃস্ব হচ্ছে পৃথিবী ক্রমশ আমি…!!
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com