ব্রেকিং

x

উপবৃত্তির সাথে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা পাবে জামা, জুতা ও ব্যাগ কেনার টাকা

বৃহস্পতিবার, ০৭ মে ২০২০ | ১১:৫৩ পূর্বাহ্ণ

উপবৃত্তির সাথে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা পাবে জামা, জুতা ও ব্যাগ কেনার টাকা

প্রধানমন্ত্রীর নির্দেশে প্রথমবারের মতো প্রাথমিক বিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থী জামা, জুতা ও ব্যাগ কেনার জন্য পাবে টাকা। ঈদের আগে প্রধানমন্ত্রী এই অর্থ প্রদানের নির্দেশ দিয়েছেন বলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় জানায়।


এদিকে দীর্ঘ নয় মাস পর উপবৃত্তির টাকা পাচ্ছে দেশের প্রাথমিক বিদ্যালয়ের প্রায় এক কোটি ৪০ লাখ শিক্ষার্থী। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ‘প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রদান’ প্রকল্পের পরিচালক মো. ইউসুফ আলী এর আগে মঙ্গলবার এই বিষয়ে প্রথম জানায়।


করোনাভাইরাসের সংকটের কারণে ঈদের আগেই পরপর ৯ মাসের টাকা পাবে শিক্ষার্থীরা। একই সঙ্গে প্রথমবারের মতো প্রাথমিকের একেকজন শিক্ষার্থী জামা, জুতা ও ব্যাগ কেনার জন্য এক হাজার করে টাকা পাবে। এ জন্য এ–সংক্রান্ত প্রকল্পের মেয়াদ দেড় বছর বাড়ানো হয়েছে। ইতোমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নে কাজ শুরু করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

উপজেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো এ সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, এই প্রকল্পের মেয়াদ জানুয়ারি থেকে আগামী বছরের জুন পর্যন্ত চলবে। গত অক্টোবর থেকে ডিসেম্বরের উপবৃত্তির টাকা দ্রুততম সময়ে শিক্ষার্থীদের পৌঁছে দেওয়া হবে।

এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তাদের ১৪ মে’র মধ্যে তথ্য দিতে বলা হয়েছে।

জানা গেছে, শিক্ষার্থীদের উপবৃত্তি দেয়ার ফলে প্রাথমিকে ভর্তি বেড়েছে, ঝরে পড়াও কমেছে। তবে জটিলতার কারণে গত বছরের অক্টোবর থেকে টাকা পাচ্ছে না শিক্ষার্থীরা। প্রকল্পের মেয়াদ গত ডিসেম্বরে শেষ হলে জটিলতা বাড়ে।

-ইত্তেফাক

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!