করোনা ঠেকাতে কার্যকর হিসেবে পরিচিত কেএন-৯৫ মাস্ক। আগামি সাপ্তাহেে দেশের মাটিতে চীন হতে চার লাখ পিসের চালান আসছে কেএন-৯৫’ মাস্ক। আমাদানিকারন প্রতিষ্ঠান Personal protective equipment company।
সামনে ঈদ আর দেশে মানুযের চাহিদা ও করোনা ঠেকাতে কার্যকর ভুমিকা হিসেবে প্রতিষ্ঠানটী বিশেয ফ্লাইট এ কেএন-৯৫’ মাস্ক এর চালান টি আসছে।
জানা যায়, মাস্কটিতে ‘এন’ অক্ষর ব্যবহার করা হয়েছে ‘নট রেজিস্ট্যান্ট টু ওয়েল’ বোঝাতে। কারণ এই মাস্ক শুধু বস্তুকণা ঠেকাবে, কোনো তরল নয়। সঙ্গে ‘নাইনটি ফাইভ’ জুড়ে দেয়ার কারণ হলো, এই মাস্ক বাতাসে ভাসমান ৯৫ শতাংশ কণাকেই ছাঁকতে সক্ষম।
জানা যায়, মাস্কটিতে ‘এন’ অক্ষর ব্যবহার করা হয়েছে ‘নট রেজিস্ট্যান্ট টু ওয়েল’ বোঝাতে। কারণ এই মাস্ক শুধু বস্তুকণা ঠেকাবে, কোনো তরল নয়। সঙ্গে ‘নাইনটি ফাইভ’ জুড়ে দেয়ার কারণ হলো, এই মাস্ক বাতাসে ভাসমান ৯৫ শতাংশ কণাকেই ছাঁকতে সক্ষম।
প্রতিষ্ঠানটির প্রধান নিবাহী শিহাব মাহমুদ বলেন, চীনা গাইডলাইন মেনে এ মাস্ক তৈরি, আন্তর্জাতিক পরীক্ষাগারে উত্তীর্ণ। ৫ স্তরের সুরক্ষাসম্পন্ন মাস্কে ৩ স্তরের সর্বাধুনিক বিশেষ ফিল্টার রয়েছে। তবে আমরা অপেক্ষা করছি টেস্ট রিপোর্টের জন্য। অপরদিকে স্বাস্থ অধিদফতর বলছে, প্রয়োজনীয় পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলেই ছাড়পত্র পাবে দেশে তৈরি এই মাস্ক।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com