৬৬ জন আরোহী নিয়ে একটি ইরানি বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটি তেহরান থেকে ইয়াসুজ নগরীতে যাচ্ছিল বলে ইরানি মিডিয়া জানিয়েছে। বিবিসি/আলজাজিরা
বিমানটি রোববার পার্বত্য এলাকায় বিধ্বস্ত হয়।
রাষ্ট্রীয় প্রেস টিভি জানিয়েছে, আসেমান এয়ারলাইন্সের বিমানটিতে ৬০ জন যাত্রী এবং ছয়জন ক্রু ছিলেন।
অসেমান এয়ারলাইন্সের বিমানটি রাজধানী তেহরানের মেহরাবাদ বিমানবন্দর থেকে উড়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ইয়াসুজ শহরে যাচ্ছিল।বিমানটি উড্ডয়নেরর ৫০ মিনিট পরই রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পেয়ে দ্রুত সেখানে উদ্ধারকর্মীদের পাঠানো হয়েছে। উদ্ধারকারী বিমান পাঠানো হলেও প্রবল কুয়াশা ও বৃষ্টির কারণে সেখানে অবতরণ করতে পারেনি। পরে স্থলপথে উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছানোর চেষ্টা করছেন।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com