ব্রেকিং

x

ইউপি চেয়ারম্যান আমির হোসেন বাবুল বরখাস্ত

মঙ্গলবার, ৩০ জানুয়ারি ২০১৮ | ১০:০৬ অপরাহ্ণ

ইউপি চেয়ারম্যান আমির হোসেন বাবুল বরখাস্ত
চেয়ারম্যান আমির হোসেন

ব্রাহ্মনবাড়িয়া নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির হোসেন বাবুলকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে। আওয়ামীলীগের প্রার্থী শাহজান সিরাজের দায়েরকৃত মামলার অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ার পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগ এ সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ বিষয়ে জেলা প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।
প্রজ্ঞাপন সূত্রে জানাযায় আমির হোসেন বাবুল এর বিরুদ্ধে নবীনগর থানায় মামলা নং ৫২/২০১৭ এবং ৬১/২০১৭/অভিযোগ পত্র গত ১৫/০৬/২০১৭ তারিখে বিজ্ঞ আদালত কর্তৃক গৃহীত হওয়ায় এবং ওই ইউপি চেয়ারম্যান কর্তৃক ক্ষমতা প্রয়োগে প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন না হওয়ায় স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন, ২০০৯ এর ধারা ৩৪ উপধারা (১) অনুযায়ী তাকে তার স্বীয় পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করেন।



আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!