ব্রেকিং

x

আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা ও পুলিশকে কোরবানির পশু উপহার দিলেন আইনমন্ত্রীর

মঙ্গলবার, ২০ জুলাই ২০২১ | ৬:৪৯ অপরাহ্ণ

আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা ও পুলিশকে কোরবানির পশু উপহার দিলেন আইনমন্ত্রীর

কসবা ও আখাউড়া থানা পুলিশ এবং আখাউড়ার আশ্রয়ন প্রকল্পের ৬০টি পরিবারের জন্য ঈদ উপহার হিসেবে কোরবানির পশু দিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এম.পি। তিনি ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য।
বিষয়টি নিশ্চিত করে আখাউড়া পৌর সভার মেয়র ও উপজেলা যুবলীগের আহবায়ক মো. তাকজিল খলিফা কাজল বলেন, ‘গত কয়েক বছর ধরেই মন্ত্রী মহোদয় থানা পুলিশের জন্য ঈদ উপহার হিসেবে কোরবানির পশু দেন। কেননা, তিনি মনে করেন ঈদের সময় সরকারি এ চাকুরেরা আত্মীয় স্বজনকে দূর দুরান্তের বাড়িতে রেখে মানুষের সেবা দিয়ে থাকেন। তাঁরা যেন সেই অভাবটা বুঝতে না পারেন সে কারণে পশু কেনার জন্য নগদ টাকা দিয়ে দেন।’
তিনি আরো জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার আশ্রয়ন প্রকল্পের আখাউড়ার চরনারায়ণপুর এলাকায় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক পল্লীতে এবার ঈদ উপহার হিসেবে পশু দিয়েছেন আইনমন্ত্রী। আজ মঙ্গলবার পশু ওই পল্লীতে পৌঁছানো হয়েছে। সেখানকার ৬০টি পরিবারের জন্য এ পশু দেয়া হয়েছে। এছাড়া মন্ত্রী মহোদয় ঈদুল ফিতরের সময় অসহায়দের মাঝে প্রতি বছরই শাড়ি, লুঙ্গি বিতরণ করেন।



আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!