শনিবার রাতে আশুগঞ্জে গোপন বৈঠকের সময় বিএনপির ৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন আশুগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, আবদু মিয়া, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ও সমর্থক সালাম মিয়া। উপজেলার স্টেশন রোড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল আলম তালুকদার জানান, আগামী ৮ ফেব্রুয়ারি বিএনপির চেয়ারপারসেনের মামলার রায়কে সামনে রেখে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশে উপজেলা বিএনপির সভাপতি আবু আসিফ আহমেদের বাসায় গোপন বৈঠক অনুষ্ঠিত হচ্ছিলো। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে বিএনপির চার নেতাকর্মীকে আটক করেছে।
আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com