নির্বাচন কমিশনে আপিলের পরে আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার মুসলিম উদ্দিন মনোনয়নপত্র ফিরে পেয়েছেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছেন।
বিষয়টি নিশ্চিত করে ইঞ্জিনিয়ার মুসলিম উদ্দিন বলেন, আজ শুক্রবার সকাল ১০টায় আপিল শুনানী হয়। পরে শুনানি শেষে তিনি প্রার্থিতা ফিরে পেয়েছেন।
উল্লেখ্য গত রোববার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের কার্যালয়ে মনোনয়নপত্র বাছাইকালে ইঞ্জিনিয়ার মুসলিম উদ্দিনের মনোনয়নপত্র বাতিল করে দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা রিটার্নিং কর্মকর্তা। মুসলিম উদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যানের পদ থেকে যে পদত্যাগ করেছেন তা গৃহীত হয়েছে কি-না সেই মর্মে কোনো কাগজ দেখাতে না পারায় বাতিল করা হয়েছিল তার মনোনয়নপত্র। পরে প্রার্থীতা ফিরে পেতে তিনি নির্বাচন কমিশনে আপিল করেন।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com