ব্রেকিং

x

শুরু হল অমর একুশে বইমেলা

বৃহস্পতিবার, ০১ ফেব্রুয়ারি ২০১৮ | ১১:১৭ অপরাহ্ণ

শুরু হল অমর একুশে বইমেলা

শুরু হলো বাংলা একাডেমিতে মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলা-২০১৮। উদ্বোধনী দিনেই অসংখ্য স্টলে কেনাবেচা শুরু হয়েছে। সন্ধ্যার পর মেলায় দশনার্থীর সংখ্যা বৃদ্ধি পায়।


প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্প্রতিবার বিকেলে বাংলা একাডেমিতে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রন্থমেলা ও আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন উদ্বোধন করেন।


উদ্বোধন শেষে মেলার স্টল পরিদর্শন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেলাঙ্গন ত্যাগ করার পর মেলার সবগুলো গেট খুলে দেয়া হয় দর্শকদের প্রবেশের জন্য। এরপর একাডেমি প্রাঙ্গনে এবং সোহরাওয়ার্দী উদ্যানে দর্শকরা ঢুকতে শুরু করে। সন্ধ্যার আগেই মেলাঙ্গনে দর্শণার্থীর ভিড় জমে যায়। বেশির ভাগ স্টলেই স্টল কর্মীরা বই গোছানোর কাজে ব্যস্ত থাকায় প্রথম দিনের কেনাবেচা খুব একটা জমেনি।

মেলা ঘুরে দেখা যায়, সোহরাওয়ার্দী উদ্যানের বেশির ভাগ স্টল ও প্যাভিলিন প্রথম দিনেই খোলা হয়েছে। প্রচুর দর্শক স্টলে স্টলে ঘুরে বই পছন্দ করেছেন। বাংলা একাডেমির অভ্যন্তরে শিশু কর্নারসহ অধিকংশ স্টল চালু হয়েছে। বহেরা তলায় লিটল ম্যাগ কর্নার আগামীকাল খোলা হবে বলে একাডেমি থেকে জানানো হয়। সোহরাওয়ার্দী উদ্যানের গেটগুলো দিয়ে ঢুকলে প্রথমেই বিভিন্ন প্যাভিলিয়ন। তারপর সারি সারি স্টল। এবার স্টলের সারি উদ্যানে স্বাধীনতা স্তম্ভের পুকুরের কাছ পর্যন্ত পৌঁছে গেছে। উদ্যানের এই স্তম্ভকেও এবার মেলার পরিসরে যুক্ত করা হয়েছে দর্শকদের সুবিধার জন্য। বাংলা একাডেমির ভেতরে বিভিন্ন প্রতিষ্ঠান ও বেশ কিছু প্রকাশকদের স্টল খোলা হয়েছে। পুকুরের উত্তর ও পূর্বপাশেও বিভিন্ন স্টল খোলা হয়েছে।

আগামীকাল শিশু প্রহর
অমর একুশে গ্রন্থমেলার দ্বিতীয় দিন আগামীকাল শুক্রবার ছুটির দিন রয়েছে শিশু প্রহর। সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত শিশুরা তাদের অভিবাবক নিয়ে মেলায় আসতে পারবে। দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা উন্মুক্ত থাকবে বড়দের জন্য।

আগামীকালের অনুষ্ঠানসূচি
আগামীকাল শুক্রবার বিকেল ৪টা গ্রন্থমেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হবে শহিদ নূতনচন্দ্র সিংহ শীর্ষক আলোচনা অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করবেন সজিব কুমার ঘোষ। আলোচনায় অংশ নেবেন মহীবুল আজিজ, প্রফুল্ল চন্দ্র সিংহ এবং রাশেদ রউফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আবদুল মান্নান। সন্ধ্যায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। সুত্র: নয়াদিগন্ত

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!