সরকারের গৃহিত উন্নয়ন কার্যক্রম জনসাধারণ তথা প্রান্তিক জনগোষ্ঠির নিকট তুলে ধরে প্রান্তিক জনগোষ্ঠিকে উন্নয়ন কাজে সম্পৃক্ত করার লক্ষ্যে ১১, ১২ ও ১৩ জানুয়ারী ২০১৮ইং তারিখ তিনদিন ব্যাপী উপজেলা পরিষদ চত্বরে‘’ উন্নয়ন মেলা-২০১৮ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান সূচী অনুযায়ী ১১ই জানুয়ারী বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, সকাল সাড়ে ৯টায় আনন্দ শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে আখাউড়া পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে। সকাল সাড়ে ১০টায় মেলার শুভ উদ্বোধন করবে উন্নয়ন মেলা উদযাপন কমিটির সভাপতি আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান, উদ্বোধন শেষে আলোচনা সভায় মিলিত হবে। উদ্বোধনের পর দিনব্যাপী মেলায় পরিদর্শন করবে স্থানীয় স্কুল, কলেজ, মাদ্রাসা ও সংশ্লিষ্ঠ ব্যক্তিবর্গ। মেলার দ্বিতীয় দিনও স্থানীয় স্কুল, কলেজ, মাদ্রাসা ও সংশ্লিষ্ঠ ব্যক্তিবর্গ পরিদর্শন করবে।১৩ জানুয়ারী মেলার শেষ দিন সন্ধ্যা ৬টায় মেলা প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরন হবে, এই অনুষ্ঠানে অংশগ্রহন করবে উপজেলা শিল্পকলা একাডেমি ও অন্যান্য শিল্পীগণ। মেলায় প্রতিদিনের কর্মসূচীতে সকলকে সবান্ধব উপস্থিত থাকার আহবান জানানো হয়েছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com