প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেছেন, অক্টোবর মাস থেকেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে। ডিসেম্বর অথবা ২০১৯ সালের জানুয়ারি মাসের যেকোনো সময় নির্বাচনের দিনক্ষণ ঠিক হতে পারে।
আজ সোমবার সকালে সাতক্ষীরা সার্কিট হাউজে সাংবাদিকদের কাছে তিনি এ আশা প্রকাশ করেন
আগামী সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের কোনো সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, প্রশাসনিক জটিলতা, নদী ভাঙনসহ সংশ্লিষ্ট কারণে কিছু আসন পুনর্বিন্যাসের কাজ চলছে। তবে এতে অন্য সব আসনে কোনো প্রভাব পড়বে না।
এ সময় সিইসি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব দল অংশ নেবে। পরে তিনি সাতক্ষীরা জেলা নির্বাচন অফিস পরিদর্শন করেন।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com