ব্রেকিং

x

আগরতলায় বাংলাদেশ প্রতিবন্ধী ক্রিকেটদলের বিশাল জয়

শনিবার, ২৭ অক্টোবর ২০১৮ | ৯:৫৩ অপরাহ্ণ

আগরতলায় বাংলাদেশ প্রতিবন্ধী ক্রিকেটদলের বিশাল জয়

আজ শনিবার ভারত ত্রিপুরারাজ্যের আগরতলায় বাংলাদেশ-ভারত মৈত্রী প্রতিবন্ধী টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। উদ্বোধনী খেলায় বাংলাদেশ প্রতিবন্ধি ক্রিকেটদল ১৫২ রানের বিশাল ব্যবধানে জয়লাভ করেছে।


সকাল সাড়ে ১১টায় ভারত ত্রিপুরা রাজ্য প্রতিবন্ধী অধিকার মঞ্চের উদ্যোগে বাংলাদেশ-ভারত মৈত্রী প্রতিবন্ধী ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করেন ভারত ত্রিপুরা রাজ্য সরকারের স্বাস্থ্য মন্ত্রী সুদীপ রায় বর্মণ। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য সরকারের সাবেক মন্ত্রী পবিত্র কর, বাংলাদেশের সাবেক জাতীয় ফুটবল তারকা কায়ছার হামিদ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আল আমীন শাহীন, ব্রাহ্মণবাড়িয়া মহিলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মুক্তা খান, ত্রিপুরা রাজ্য প্রতিবন্ধী অধিকার মঞ্চের সম্পাদক সুলিল দেববর্মাসহ অনেকেই। এই ক্রিকেট টুর্নামেন্টের মধ্য দিয়ে দুই দেশের সব স্তরের মানুষের মধ্যে মৈত্রী ও আত্মিক সম্পর্ক বাড়বে বলে টুর্নামেন্ট উদ্বোধনের সময় সবাই মত প্রকাশ করেন।


শনিবার দিন ব্যাপী ত্রিপুরার পশ্চিম জেলার আর কে নগরের নিপকো মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ প্রতিবন্ধী ক্রিকেটদল প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৬০ রান সংগ্রহ করে। জবাবে ভারত ত্রিপুরা প্রতিবন্ধী ক্রিকেটদল সব উইকেট হারিয়ে মাত্র ১০৮  রান করতে সক্ষম হয়। ফলে বাংলাদেশ ১৫২ রানের বিশাল ব্যবধানে জয় লাভ করে। আগামীকাল রোববার টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ হবে ত্রিপুরার সিপাহীজলা মেলার মাঠে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!