ব্রেকিং

x

আগরতলায় ফেন্সিডিল কারখানা, বিপুল পরিমান ফেন্সিডিলসহ আটক ৯

বুধবার, ০৮ আগস্ট ২০১৮ | ৯:৪৭ পূর্বাহ্ণ

আগরতলায় ফেন্সিডিল কারখানা, বিপুল পরিমান ফেন্সিডিলসহ  আটক ৯

ত্রিপুরার রাজধানী আগরতলায় ফেন্সিডিল প্রস্তুত কারখানা সন্ধ্যান পেয়েছে স্থানীয় পুলিশ। ফেন্সিডিল প্রস্তুত করার সামগ্রী ও বিপুল পরিমান ফেন্সিডিলসহ ৯জনকে আটক করা হয়েছে।


গতকাল মঙ্গলবার গোপন সংবাদের ভত্তিতে অভিযান চালিয়ে ব্যপক সাফল্য পেল রাজধানী আগরতলার এ ডি নগর থানার পুলিশ। এদিন এ ডি নগর ১ নং রাস্তার সাহা পাড়ার সুবীর মজুমদারের বাড়িতে অভিযান চালিয়ে একটি ফেন্সিডিল প্রস্তুত কারখানার হদিস পায় পুলিশ। এ ডি নগর থানার পুলিশ ফেন্সিডিল প্রস্তুত কারখানায় অভিযান চালিয়ে ফেন্সিডিল প্রস্তুত করার সামগ্রী, প্রচুর ফেন্সিডিল বোতল সহ ৯ জনকে আটক করেছে। এরা হলেন এ ডি নগর থানাধীন বড়দোয়ালি এলাকার বিশ্বজিৎ চক্রবর্তী (৩৯), এ ডি নগরের সুবীর মজুমদার (৩২), শচীন্দ্রলাল পাড়ার তমাল দাস (১৮), এম বি টিলা এলাকার সুব্র দেব (৪০), সুভাষ পল্লী এলাকার বিষ্ণু পাল (৩৫), সুভাষ পল্লী এলাকার তাপস ধর (৩০), ও এন জি সি পঞ্চমুখ এলাকার সেন্টু সরকার (২৮), এম বি টিলা এলাকার দিলীপ দাস (৩০) এবং টাকারজলার সাগর দেববর্মা (১৯)।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!