ব্রেকিং

x

আখাউড়া হাসপাতালে স্বাস্থ্যসেবা শুরু

শুক্রবার, ০৫ জানুয়ারি ২০১৮ | ২:৩১ পূর্বাহ্ণ

আখাউড়া হাসপাতালে স্বাস্থ্যসেবা শুরু
৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০ শয্যার স্বাস্থ্য সেবা চালু হয়েছে। হাসপাতালের নবনির্মিত ভবনে ১৯ শয্যা স্থাপনের মাধ্যমে বৃহস্পতিবার থেকে এ সেবা শুরু হয়। এর আগে হাসপাতালে ৩১ শয্যার সেবা চালু ছিল।


আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা: শফিউর রহমান বলেন, দীর্ঘদিন যাবত হাসপাতালটি ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত হয়। কিন্তু জনবল এবং সরঞ্জামাদি না থাকায় পূর্ণাঙ্গ সেবা চালু করা যায়নি।


উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বিদ্যমান জনবল এবং সরঞ্জামাদি দিয়ে ৫০ শয্যার কার্যক্রম শুরু করা হয়েছে। এতে রোগীরা আরও বেশি সেবা পাবে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!