আখাউড়া সড়ক বাজারের ‘বাজার কোলকাতা নামে একটি কাপড়ের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত গভীর রাতে একদল চোর দোকানের তালা ভেঙ্গে নগদ টাকাসহ অন্তত ১০ লাখ টাকার মালামাল নিয়ে গেছে বলে দোকানের মালিক রিপন মিয়াজি দাবী করেছেন।
রিপন মিয়াজি জানায়, আজ রোববার সকালে খবর পেয়ে এসে দেখেন দোকানের তালা ভাঙ্গা, ভেতরে মালামাল তছনছ করা। হাটে যেতে দোকানে রাখা নগদ সাড়ে ৭ লাখ টাকাসহ কাপড় চোপড় কসমেটিক্সসহ অন্তত ৩ লাখ টাকার মালামাল দোকানে নেই। গতকাল শনিবার দিবাগত গভীর রাতে একদল চোর তার দোকানের তালা ভেঙ্গে এসব মালামাল নিয়ে গেছে বলেও তিনি জানিয়েছেন। এই চুরির ঘটনা থানায় অভিযোগ দায়ের করতে প্রস্তুতি নিচ্ছেন বলেও তিনি জানান।
আরও পড়ুন: একই ঘরে থেকেও কোলের সন্তানকে আদর করছে না ইউএনও, মাকে না পেয়ে কাদছে রইফি
আখাউড়া থানার অফিসার ইনর্চাজ রসুল আহমদ জানায়, এখনো বিষয়টি থানায় জানানো হয়নি তবে চোরদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যহত রয়েছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com