আগামী ২১ জুন থেকে আখাউড়া সড়ক বাজারের ফুটপাতে অবৈধ দোকানপাট থাকবে না। জনগনের নিরাপদ পথচলাচল ও যানজট নিরশনে আজ বৃহস্প্রতিবার সন্ধ্যায় এই সীদ্ধান্ত হয় বলে আখাউড়া থানার অফির্সার ইনর্চাজ রসুল আহমদ নিজামী জানিয়েছেন।
তিনি আরো জানান, আখাউড়া সড়ক বাজার ও পৌরসভা কার্যালয় এলাকার রাস্তার ফুটপাতে অনেক অবৈধ কাচামালের দোকানসহ নানা দোকানপাট গড়ে উঠেছে। এসব অবৈধ দোকানপাটের জন্য মানুষের পথচলাচলে যেমন বাধাগ্রস্থ হচ্ছে তেমনি দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে।
তিনি আরো বলেন, মানুষের চলাচল নিরাপদ করতে এবং যানজট নিরশনে আজ সন্ধ্যা ৭টায় সমস্ত হকারদের সাথে থানা পুলিশের বৈঠক হয়েছে। বৈঠকে হকাররা আগামী ২০ জুন পুরো সড়ক বাজারের ফুটপাত থেকে এইসব অবৈধ দোকানপাট তুলে নিবে। ২১ জুন থেকে সমস্ত সড়ক বাজার ফুটপাত হকারমুক্ত থাকবে। এই সময়ের মধ্যে যদি হকাররা তাদের দোকানপাট না সরায় তাহলে পুলিশ ফুটপাতের সমস্ত অবৈধ দোকান উচ্ছেদ করবে বলেও তিনি জানান।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com