ব্রেকিং

x

আখাউড়া স্থলবন্দর দিয়ে ট্রানজিট পন্য স্টিলপাইপের প্রথম চালান গেল ভারতে

বুধবার, ১৪ মার্চ ২০১৮ | ১২:৩০ অপরাহ্ণ

আখাউড়া স্থলবন্দর দিয়ে  ট্রানজিট পন্য স্টিলপাইপের প্রথম চালান গেল ভারতে
আখাউড়া স্থলবন্দরে ট্রানজিট পন্যের স্টিল পাইপ ভর্তি টেইলর

টানা ১৩দিন আশুগঞ্জ নৌবন্দরে আটকে থাকার পর আজ বুধবার আখাউড়া স্থলবন্দর দিয়ে ট্রানজিট পন্যের স্টিল পাইপের একটি চালান গেছে ভারতের ত্রিপুরায়। নির্ধারিত মাসুল আদায়ের পর ছাড়পত্র নিয়ে আজ দুপুরে প্রথম চালানে ৫টি টেইলরে করে ৯৩.৪৩ মেট্রিক টন স্টিল পাইপ সরাসরি চলে গেছে ভারতের ত্রিপুরায়।
এই ট্রানজিট পন্যের সিএন্ডএফ এজেন্ট মের্সাস আদনান ট্রেড ইন্টারন্যাশনালের মালিক আক্তার হোসেন জানান, আজ ট্রানজিট পন্যের প্রথম চালানে ৯৩.৪৩ মেট্রিক টন ওজনের ১৭৯টি স্টিল পাইপ নিয়ে সরাসরি ৫টি টেইলর আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরায় প্রবেশ করে। প্রতিটি পাইপের ওজন ৫২২ কেজি করে।
তিনি আরো জানান, গত ১লা মার্চ ট্রানজিট পন্যের ৫৫৬ মেট্রিক টন স্টিল পাইপ নিয়ে এমভি-৩ নামে একটি ভারতীয় জাহাজ আশুগঞ্জ নৌবন্দরে নোঙর করে। জাহাজটি ভারত কোলকাতার খিদিরপুর নৌবন্দর থেকে আসে। ত্রিপুরার নির্বাচন পরবর্তী সহিংতার কারণে এই ট্রানজিট পন্য পারাপার আটকে থাকে। ত্রিপুরার পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ায় মঙ্গলবার রাতে জাহাজ থেকে মাল খালাস করে টেইলরে লোড করা হয়। আজ ভোরে সড়ক পথে আশুগঞ্জ থেকে মাল নিয়ে টেইলর চলে আসে আখাউড়া স্থলবন্দরে। মালের মাসুল আদায় ও আনুষাঙ্গিক কাজ শেষে ছাড়পত্র নিয়ে টানা ১৩দিন পর আজ আখাউড়া স্থলবন্দর দিয়ে সরাসরি মাল চলে যায় ভারতের ত্রিপুরারাজ্যে।
এই মালের দায়িত্বে থাকা গালফ ওরিয়েন্ট সি অয়েজ এর লজিস্টিক ম্যানেজার মো: নুরুজ্জামান জানান, শুল্প ফি, রোড চার্জ ও বন্দর ব্যবহার চার্জ মিলিয়ে প্রতি মেট্রিক টন ট্রানজিট পন্যের জন্য ১৯২ টাকা ২২ পয়সা মাসুল আদায় হয়েছে।
তিনি আরো জানান, এই মালের আরো একটি চালান আগামীকাল বৃহস্প্রতিবার ভারতের ত্রিপুরায় যাবে। শুক্রবার ট্রানজিট পন্য পারাপার বন্ধ থাকবে, রোববার থেকে পর্যায়ক্রমে সব মাল চলে যাবে ভারতের ত্রিপুরায়।
আখাউড়া স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস জানান, নির্ধারিত মাসুল আদায় শেষে ছাড়পত্র নিয়ে ট্রানজিট পন্য ভর্তি ৫টি টেইলর ভারতে ত্রিপুরায় প্রবেশ করেছে।



আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!