ব্রেকিং

x

৫৫৭ টন মাল থেকে মাসুল আদায় হয়েছে মাত্র ১ লাখ ৭ হাজার টাকা

আখাউড়া স্থলবন্দর দিয়ে ট্রানজিট প্রক্রিয়ায় স্টিল পাইপ ভারতে পারাপার সম্পন্ন

মঙ্গলবার, ২০ মার্চ ২০১৮ | ১১:১০ পূর্বাহ্ণ

আখাউড়া স্থলবন্দর দিয়ে ট্রানজিট প্রক্রিয়ায় স্টিল পাইপ ভারতে পারাপার সম্পন্ন

বাংলাদেশ-ভারত ট্রানজিট প্রক্রিয়ায় আখাউড়া স্থলবন্দর দিয়ে আজ মঙ্গলবার ট্রানজিট পন্য স্টিল পাইপ পারাপার সম্পন্ন হয়েছে। গত ৭দিনে প্রায় ৫৫৭ মেট্রিক টন পাইপ গেছে ভারতের ত্রিপুরায়। ত্রিপুরা পালাটানা বিদ্যুত কেন্দ্রের জন্য এই মাল নেয়া হয়েছে। ট্রানজিট পন্যের বিশাল এই চালান থেকে মাসুল আদায় হয়েছে মাত্র এক লাখ সাত হাজার টাকা।


এই মালের সিএন্ডএফ এজেন্ট মের্সাস আদনান ট্রেড ইন্টারন্যাশনালের মালিক আক্তার হোসেন জানান, আজ মঙ্গলবার সকাল ১১টায় আখাউড়া স্থলবন্দর দিয়ে ট্রানজিট পন্যের স্টিল পাইপ চালানের সব মাল ভারতে পারাপার সম্পন্ন হয়েছে। গত ১৪ মার্চ থেকে টানা ৭দিনে ৫৫৬.৯৭ মেট্রিন টন স্টিল পাইপ গেছে ভারতের ত্রিপুরায়। ভারত ত্রিপুরারাজ্যের পালাটানা বিদ্যুত কেন্দ্রের পাইপ লাইন প্রজেক্টের জন্য এই মাল নেয়া হয়েছে বলেও তিনি জানান।


stl-1

এই মালের দায়িত্বে থাকা গালফ ওরিয়েন্ট সি অয়েজ এর লজিস্টিক ম্যানেজার মো: নুরুজ্জামান জানান, শুল্প ফি, রোড চার্জ ও বন্দর ব্যবহার চার্জ মিলিয়ে স্টিল পাইপ থেকে টন প্রতি ১৯২.২২ টাকা হারে সরকার মাসুল পেয়েছে এক লাখ সাত হাজার টাকা।

আখাউড়া স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস জানান,  ছাড়পত্র নিয়ে ট্রানজিট পন্যের স্টিল পাইপের চালানটি ভারতের ত্রিপুরায় প্রবেশ সম্পন্ন হয়েছে আজ।

উল্লেখ্য গত ১লা মার্চ ট্রানজিট পন্যের প্রায় ৫৫৭ মেট্রিক টন স্টিল পাইপের একটি বড় চালান নিয়ে এমভি-৩ নামে একটি ভারতীয় জাহাজ আশুগঞ্জ নৌবন্দরে নোঙর করে। জাহাজটি ভারত কোলকাতার খিদিরপুর নৌবন্দর থেকে আসে। ত্রিপুরার নির্বাচন পরবর্তী সহিংতার কারণে এই ট্রানজিট পন্য পারাপার বেশ কিছু বন্ধ দিন। ত্রিপুরার পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ায় জাহাজ থেকে মাল খালাস হয়ে ১৪ মার্চ থেকে টেইলর দিয়ে সড়ক পথে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরায় পারাপার শুরু হয়।

 

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!