ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে অনিদিষ্টকালের জন্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে ভারতীয় ব্যবসায়ীরা। এতে আখাউড়া স্থলবন্দরে প্রায় অর্ধশতাদিক পন্য বোঝায় ট্রাক আটকা পড়ে।
আখাউড়া স্থলবন্দরের সিনিয়র আমদানি-রপ্তানিকারক ব্যবসায়ী আব্বাস উদ্দিন ভূঁইয়া জানায়, গত ৩ মার্চ ভারতের ত্রিপুরা রাজ্যের বিধান সভার ফলাফল ঘোষণা করা হয়।ফলাফল ঘোষণার পর সেখানে রাজনৈতিক পটপরিবর্তন হলে বন্দরে অস্থিতিশীল অবস্থা সৃষ্টি হয়। এমন পরিস্থিতিতে সেদেশের ব্যবসায়ীরা পন্য আমদানি করতে অনিহা প্রকাশ করছে।
আখাউড়া স্থলবন্দরের ট্রাফিক ইন্সপেক্টর আব্দুল কাদির জিলানী জানান, হটাৎ করে রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় বন্দরে প্রায় অর্ধশতাদিক পন্যবোঝাই ট্রাক আটকা পড়ে। ট্রাকগুলোতে কাঁচামালসহ পচনশীল দ্রব্য থাকায় এখন ব্যবসায়ীদের লোকসান গুনতে হবে।
বন্দরের শুল্ক কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস জানান, শুনেছি ত্রিপুরায় রাজনৈতিক পরিবর্তনের কারণেই বন্দরে কার্যক্রম বন্ধ হয়ে যায়। তবে আবারও কার্যক্রম শুরু করতে ব্যবসায়ীরা আলোচনা চালিয়ে যাচ্ছে।
এদিকে বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও দু’ দেশের পাসপোর্টধারী যাত্রীদের পারাপার রয়েছে স্বাভাবিক।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com