ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে সোমবার বিকেলে প্রায় ২২ লাখ টাকা মূল্যের বিভিন্ন পণ্য জব্দ করে কাস্টমস কর্তৃপক্ষ। ব্যাগেজ সুবিধা বহির্ভূতভাবে বহন করার অভিযোগে দুই ভারতীয়সহ পাঁচ যাত্রীর কাছ থেকে এসব পণ্য জব্দ করা হয়। যাত্রীরা সবাই ভারত থেকে ফিরছিল।
সূত্র জানায়, আগরতলা-ঢাকা-কলকাতা রুটে চলাচলকারি ভারতের টিআরটিসি পরিবহনের একটি বাস সোমবার বিকেলে আখাউড়া স্থলবন্দর অতিক্রম করে। বাসটি কাস্টমস এলাকায় আসার পর নিয়মিত তল্লাশির অংশ হিসেবে অভিযান চালায় স্থলবন্দর কাস্টমস। এ সময় বাসে থাকা একাধিক ব্যাগে বিভিন্ন পণ্য পাওয়া যায়। পরে কাস্টমস এলাকায় আরো কয়েক যাত্রীর ব্যাগ থেকে আরো পণ্য উদ্ধার করা হয়। এসব পণ্যের মধ্যে রয়েছে ৫০টি শাড়ি, ৫৪টি থ্রিপিস এবং বিপুল পরিমান ওষুধ ও প্রসাধনী ।
স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা দেবাশীষ কুন্ডু জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বাসে অভিযান চালানো হয়। এ সময় বাস ও এর বাইরে থাকা যাত্রীদের কাছ থেকে এসব পণ্য জব্দ করা হয়। যেহেতু এসব পণ্য অবৈধ নয় সেহেতু যাত্রীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয় নি।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com