ব্রেকিং

x

আখাউড়া স্থলবন্দরে ভারতীয় স্পোর্টস প্রতিনিধি দল

শনিবার, ০৬ আগস্ট ২০২২ | ৩:৩০ অপরাহ্ণ

আখাউড়া স্থলবন্দরে ভারতীয় স্পোর্টস প্রতিনিধি দল
ভারতীয় প্রতিনিধি দলের সঙ্গে সাংবাদিকরা

ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফোরামের আন্তর্জাাতিক ক্যাম্পে অংশগ্রহন করতে এক সপ্তাহের সফরে ভারতীয় ১০ জনের একটি প্রতিনিধি দল আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশের প্রবেশ করেছেন। আজ শনিবার দুপুরে ফুল দিয়ে অভ্যর্থনা জানান এশিয়ান টিভির ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি নুরুন্নবী ভ্ইুয়াসহ আখাউড়া উপজেলার বেশ কিছু সাংবাদিক। প্রতিনিধি দলে রয়েছেন ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফোরামের সাধারন সম্পাদক ড. সুজিত রায়, ডা: কনক চৌধুরী, বীরবর দেবনাথ, আংশুমান দাসগুপ্ত, রাজন চৌধুরী, স্পোর্টস কোচ দেবপ্রিয় দাস প্রমুখ।
ভারত প্রতিনিধি দলের প্রধান ড. সুজিত রায় জানান, রাজধানী ঢাকায় আগামীকাল ৭ই আগষ্ট থেকে ১১ আগষ্ট পর্যন্ত টানা ৫দিন আন্তর্জাাতিক টেনিস ক্যাম্প হবে। এই ক্যাম্প উদ্বোধন করবেন দেশের যুব ও ক্রীড়া মন্ত্রী মোহাম্মদ জাহিদ আহসান রাসেল। উপস্থিত থাকবেন ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফোরামের উপদেষ্ঠা আশিকুর রহমান নিকু, আবু সাইদ মো: হায়দার প্রমুখ। প্রতিনিধি দলটি আগামী ১২ আগষ্ট আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে ফিরবেন।



আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!