ব্রেকিং

x

আখাউড়া স্থলবন্দরে বিএসএফ মহাপরিচালক

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০ | ১০:৩০ অপরাহ্ণ

আখাউড়া স্থলবন্দরে বিএসএফ মহাপরিচালক

বাংলাদেশের সিামান্তরক্ষী বাহিনী (বিজিবি) ও ভারতের সিমান্তরক্ষী (বিএসএফ)  মহাপরিচালক পার্যায়ে বৈঠকে যোগদানের জন্যে চার দিনের রাষ্ট্রিয় সফরে বাংলাদেশে এসেছেন ভারতীয় সিমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর মহাপরিচালক শ্রী রাকেশ আস্তানা।


আজ বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর হয়ে তিনি বাংলাদেশে প্রবেশ করেন। এসময় দুই দেশের শুণ্যরেখায় বিএসএফ এর মহাপরিচালক সহ চার সদস্যের প্রতিনিধি দলকে স্বাগত জানান, বিজিবি ব্রাহ্মণবাড়িয়া সরাইল উত্তর-পূর্ব রিজিউনের কমান্ডার বিগ্রডিয়ার জেনালের মো: জাকির হোসেন। এসময় কুমিল্লা সেক্টর কমান্ডার কর্ণেল এবিএম মহিউদ্দিন, সরাইল ২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে:কর্ণেল ইবাল হোসেন সহ বিজিবি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সিমান্ত থেকে সড়ক পথে তিনি ব্রাহ্মণবাড়িয়া সুলতানপুর ৬০ বিজিবি ব্যাটালিয়ন পরিদর্শন করেন। পরে সেখান থেকে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে্য যাত্রা করেন।


বিজিবি সূত্র জানায়, ঢাকায় বিজিবি সদরদপ্তর পিলখানায় দুইদেশের মহাপরিচালক পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সিমান্তে চোরাচালান বন্ধ, মাদকের অনুপ্রবেশ। সীমান্ত হত্যাকান্ড, বাংলাদেশ ভারত সিমান্তে দুই দেশের যৌথ টহল জোরদার সহ বিভিন্ন বিষয় স্থান পাবে। আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত এসব সিমান্তের বিভিন্ন ইস্যু নিয়ে দ্বিপাক্ষিক এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে বাংলাদেশের পক্ষে মহাপরিচালক সহ ১৩ সদস্যের প্রতিনিধি দল এবং ভারতের পক্ষে
মহাপরিচালক সহ ৬ সদস্যের প্রতিনিধি যোগদেয়ার কথা রয়েছে বলে বিজিবি সূত্র নিশ্চিত করেন। তবে সফর নিয়ে বিজিবি কিংবা বিএসএফ এর কোনো দায়িত্বশীল কর্মকর্তা গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলতে রাজি হননি।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!