ব্রেকিং

x

আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়ি আব্বাস উদ্দিনের মৃত্যু, বিভিন্ন মহলের শোক প্রকাশ

বুধবার, ১১ আগস্ট ২০২১ | ৪:৩১ অপরাহ্ণ

আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়ি আব্বাস উদ্দিনের মৃত্যু, বিভিন্ন মহলের শোক প্রকাশ
মো: আব্বাস উদ্দিন ভুইয়া

আখাউড়া স্থলবন্দরের বিশিষ্ঠ ব্যবসায়ি মো: আব্বাস উদ্দিন ভুইয়া (৬৫) মারা গেছেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১০টায় রাজধানী ঢাকা তেজগাও ইমপালস হাসপাতারে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে এক মেয়েসহ অসংখ্য গুনগো্রাহী গেছেন। আজ বুধবার দুপরে জানাজা শেষে তার বাড়ি আখাউড়া বড় কুড়িপাইকা গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।
তার মৃত্যুতে আখাউড়া স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক মো: ফোরকান আহাম্মদ খলিফা, আখাউড়া প্রেস ক্লাবের সভাপতি মো: মানিক মিয়া, সাধারন সম্পাদক নুরুন্নবী ভুইয়া, আখাউড়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি মো: সাইফুল ইসলাম, ব্যবসায়ি ও সাংবাদিক নাজিরুল হক গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন।



আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!