ব্রেকিং

x

আখাউড়া স্থলবন্দরের আমদানী-রফতানী বানিজ্য বন্ধ ঘোষণা

শনিবার, ০৮ সেপ্টেম্বর ২০১৮ | ৩:৩৭ অপরাহ্ণ

আখাউড়া স্থলবন্দরের আমদানী-রফতানী বানিজ্য বন্ধ ঘোষণা

আজ শনিবার থেকে  আখাউড়া স্থলবন্দর দিয়ে সমস্ত আমদানী-রফতানী বানিজ্য অর্নিদিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। স্থলবন্দরের ভারত অংশে চাদাবাজির ঘটনায় এই ঘোষণা দেয়া হয়েছে বলে আমদারী রফতানী কারক এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম জানিয়েছেন।
পরবর্তী সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত এ বন্দর দিয়ে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে পাসপোর্টধারী দু’দেশের যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।


আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, গত বুধবার আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রায় ২২ লাখ টাকার মাছ রফতানী উদ্দেশ্যে ভারতে প্রবেশ করলে সরকারীদল বিজিবির কিছু লোক চাদার দাবীতে তা আটকে দেয়। পরে এই সব মাছ ভারতের অভ্যন্তরে পচে নষ্ট হয়। এর প্রতিবাদে বৃহস্পতিবার সকালে মাছ রপ্তানি বন্ধ ঘোষণা করা হয়, আজ শনিবার এ ঘটনায় আখাউড়া স্থলবন্দরের সমস্ত ব্যবসা বানিজ্য অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষনা করা হয়।


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!