ব্রেকিং

x

আখাউড়া-সুলতানপুর সড়কে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ

শুক্রবার, ১৯ জুন ২০২০ | ১০:৫২ অপরাহ্ণ

আখাউড়া-সুলতানপুর সড়কে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ

আজ শুক্রবার দুপুরে আখাউড়া-সুলতানপুর সড়কে সিএনজি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একটি সিএনজি চালিত অটোরিক্সা পুড়ে ছাই হয়ে গেছে। এই ঘটনায় কারো হতাহতের খবর পাওয়া যায়নি। অটোরিক্সার মালিক জাবেদ মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন।


বিস্ফোরণে ক্ষতিগ্রস্থ এই অটোরিক্সার মালিক আখাউড়া দক্ষিণ ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের জাবেদ মিয়া। গাড়ির নাম্বার ব্রাহ্মণবাড়িয়া-থ-৪১১৮


আজ রাত ১০টায় জাবেদ মিয়া জানায়, আখাউড়া দক্ষিণ ইউনিয়নের কেন্দুয়াই গ্রামের ইয়াছিন মিয়া(৪০) তার অটোরিক্সাটি ভাড়ায় চালায়। আজ দুপুর ২টায় ব্রাহ্মণবাড়িয়া থেকে আখাউড়ায় ফেরার পথে চলন্ত অবস্থায় আখাউড়া-সুলতানপুর সড়কের সুলতানপুর এলাকায় এই গাড়ির গ্যাস পাইপে ত্রুটি হয়। পরে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। এতে তার চার লাখ টাকা মূল্যের অটোরিক্সাটি পুড়ে ছাই হয়ে যায়।

তিনি আরো বলেন, অটোরিক্সায় চালকের সাথে একজন মহিলা, একজন শিশু ছিল। তারা টের পেয়ে গাড়ি থেকে নামতে পারায় কেউ হতাহত হয়নি বলেও তিনি জানান।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!