হলুদ পাঞ্জাবি,ঢোলের বোল,নৃত্য, গান, আবৃত্তি আর কথামালায় আখাউড়ায় দিনব্যাপী পালিত হয়েছে বসন্ত উৎসব। আজ শনিবার অন্যরকম প্রাণস্পর্শে মেতে উঠে সর্বস্তরের মানুষ। আমেরিকার সেন্ট্রাল ফ্লোরিডা আওয়ামীলীগের শ্রম সম্পাদক নেছার আহাম্মদ খলিফা এই উৎসবের আয়োজন করে। আখাউড়া উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী চানপুর গ্রামের একটি লিচু বাগানে এই উৎসব হয়।
আওয়ামীলীগ নেতা নেছার আহাম্মদ খলিফার ব্যক্তিগত অর্থতায়নে নিজের বাগান বাড়িতে আয়োজিত এই বসন্ত উৎসবে আজ দিনব্যাপী শিল্পীদের সংগীত, নৃত্য, আবৃতি আর কথামালায় উপস্থিত বসন্ত প্রেমিদের মাতিয়ে রাখে।
উৎসবের বিভিন্ন পরিবেশনার মাঝে মাঝে কথামালায় বসন্ত নিয়ে নিজের অনুভূতি ব্যক্ত করেন উপস্থিত অনেকেই। উৎসবকে বর্ণিল করতে উপস্থিত প্রায় সকলকে হলুদ পাঞ্জাবি উপহার দেন এই উৎসবের আয়োজক নেছার আহাম্মদ খলিফা।
বসন্ত উৎসবে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির সিভিল সার্জন ডা: মো: শাহ আলম, আখাউড়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আব্দুল্লাহ ভুইয়া বাদল, সাধারন সম্পাদক কাজী নাছির উদ্দিন খাদেম লিটন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পিয়ারা বেগম পিওনা, আখাউড়া উত্তর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল হান্নান স্বপন, আখাউড়া সিএন্ডএফ এসোসিয়েশনের সাধারন সম্পাদক ফোরকান আহামেদ খলিফা, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মমিন বাবুল, সাংবাদিক বিশ্বজিৎ পাল বাবু, নুরুন্নবী ভুইয়া, জুটন বনিক, সমীর চক্রবর্তী, বাদল আহাম্মদ খান, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলু, সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন নয়ন, আওয়ামীলীগ নেতা শিপন হায়দার, মোহাম্মদ আলী, ইকবাল মেম্বার, ইকবাল হাসান, রুহুল আমিন খাদেম, শিক্ষক মৌসুমী আক্তার, স্বপ্না সিফাত, ছগির হোসেন, শেখ সোহেল রানা প্রমুখ।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com