ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মিনারকুট গ্রামের ভারত সীমান্তবর্তী এলাকা থেকে মো. নাজু (৪০) নামে এক মাদক ব্যবসায়ির লাশ আজ শুক্রবার দুপুরে উদ্ধার করেছে পুলিশ। উপজেলার মনিয়ন্দ গ্রামে বাসিন্দা হোসেন মিয়ার ছেলে নাজুর বিরুদ্ধে ছয়-সাতটি মাদকের মামলা আছে। ময়না তদন্তের জন্য লাশ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে তার শরীরের কোনো আঘাতের চিহ্ন নেই।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২২ জুলাই থেকে নিখোঁজ ছিলো নাজু। ওই দিন কে বা কারা তাকে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নেয়। আজ শুক্রবার লাশ পরে থাকে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ দুপুরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রসুল আহমেদ নিজামী জানান, নাজুর বিরুদ্ধে ছয়-সাতটি মাদকের মামলা আছে। কিভাবে তার মৃত্যু হয়েছে সে বিষয়টি তাৎক্ষণিকভাবে বলা যাচ্ছে না। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com