ব্রেকিং

x

আখাউড়া সীমান্ত এলাকার ১৬০ দরিদ্র পরিবারকে খাদ্য সামগ্রী দিলেন বিজিবি

বুধবার, ০৬ মে ২০২০ | ৯:৩১ অপরাহ্ণ

আখাউড়া সীমান্ত এলাকার ১৬০ দরিদ্র পরিবারকে খাদ্য সামগ্রী দিলেন বিজিবি

‘বিদ্যানন্দ ফাউন্ডেশন’ থেকে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকার কর্মহীন মানুষের জন্য পাঠানো খাদ্য সহায়তা বিতরণ করছে বিজিবি। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অবস্থিত বিজিবি ২৫ ব্যাটালিয়নের উদ্যোগে এসব ত্রান বিতরণ করা হচ্ছে।


এরই অংশ হিসেবে আজ বুধবার জেলার আখাউড়ার মোগড়া উচ্চ বিদ্যালয়, আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজয়নগরের ধোরানাল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে ১৬০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেয়া হয়। এসব খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ছয় কেজি চাল, আটা দুই কেজি, ডাল এক কেজি, ছোলা এক কেজি, তেল আধা কেজি, ‍সুজি এক প্যাকেট, লবন ৫০০ গ্রাম।


খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ২৫ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল মো. মিজানুর রহমান। ৫ মে থেকে ৯ পর্যন্ত চলা কার্যক্রমে ১০০০ পরিবারকে এ সহায়তা দেয়া হবে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!