বৃহস্প্রতিবার দিবাগত গভীর রাতে সিলেট-ঢাকাগামী যাত্রীবাহী আন্ত:নগর উপবন এক্সপ্রেস ১১ বগি লাইনচ্যুত হয়ে দুর্ঘটনায় পতিত হয়েছে। এতে সিলেটের সাথে সারাদেশের কমপক্ষে ১৫ ঘন্টা ট্রেন চলাচল বিচ্ছিন্ন থাকবে। আখাউড়া রিলিফ ট্রেন দুর্ঘটনা কবলিত ট্রেনটি উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
আখাউড়া রেলজংশনের লোকোসেড অফিস সুত্রে জানাগেছে, বৃহস্পতিবার দিবাগত রাতে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে সিলেট থেকে ছেড়ে আসে। রাত ১টা শ্রীমঙ্গল রেল এলাকার সাতগাও বরাবর দ্রুত চলন্ত অবস্থায় ট্রেনটি লাইনচ্যুত হয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এই ঘটনায় ঢাকাগামী হাজার হাজার যাত্রী দূর্ভোগে পড়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আখাউড়া রেলওয়ে রিলিফ ট্রেনের কর্মকর্তা শিপন মিয়া।
ট্রেনের পরিচালক জাহাঙ্গীর আলম বলেছেন, ট্রেনটি ১২.৪০ মিনিটে শ্রীমঙ্গল স্টেশন ছেড়ে যায়। সাতগাঁও স্টেশনের আউট সিগন্যালের কাছে আসার পর ট্রেনের ১১টি বগি লাইনচ্যুত হয়। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ আপাতত বন্ধ রয়েছে।
শ্রীমঙ্গল রেলওয়ে ষ্টেশনের সহকারি ষ্টেশন মাষ্টার মো. সাখাওয়াত হোসেন বলেন, কখন লাইন চালু হবে এটা এখন বলা যাচ্ছে না। আখাউয়া থেকে রিলিফ ট্রেন ও কুলাউয়া থেকে হাড্রোলিক টোল বেন আসার পর কাজ শুরু হবে।
আখাউড়া রিলিফ ট্রেন কর্মকর্তার তথ্য অনুযায়ী এ রিপোর্ট লেখা পর্যন্ত দুর্ঘটনা কবলিত ১১ বগির মধ্যে ৩ বগি উদ্ধার হয়েছে। আনুমানিক বিকাল ৪টায় দুর্ঘটনা কবলিত বগির উদ্ধার কাজ হতে পারে।
খবর নিয়ে জানাগেছে দুর্ঘটনা কবলিত ট্রেনের সমস্ত যাত্রীদের নিরাপত্তার স্বার্থে দুর্ঘটনাস্থলে পুলিশের চারটি টিম মোতায়েন করা হয়েছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com