আজ শনিবার দুপুরে আখাউড়া দক্ষিন ইউনিয়নের সাতপাড়া গ্রামে বালতির পানিতে ডুবে হাবিবুল্লাহ নামে এক বছরের শিশুর মর্মান্তিক ভাবে মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জানাগেছে, আজ শনিবার দুপুরে আখাউড়া সাতপাড়া গ্রামের আনিস মিয়ার এক বছরের শিশু সন্তান হাবিবুল্লাহ ঘরেই খেলছিল। এসময় ঘরে গোসলের জন্য বালতি ভর্তি পানি রাখা ছিল। সন্তান খেলছে দেখে মা বাইরে কাজ করছিল। পরে খোজে না পেয়ে বালতি ভর্তি পানিতে ডুবে অচেতন অবস্থায় সন্তানকে দেখে মা চিৎকার শুরু করে কিন্তু বালতির পানিতে ডুবে হাবিবুল্লার আগেই মৃত্যু ঘটেছিল। শিশু হাবিবুল্লার এই মর্মান্তিক মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় চেয়ারম্যান জালাল উদ্দিন জানান, বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যুর খরব আমি দুপুর ২টায় পেয়েছি। তিনি এই শিশুর মৃত্যুতে শোক প্রকাশ করেন।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com