আজ শুক্রবার বিকালে আখাউড়া উপজেলা শিল্পকলা একাডেমির সভা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি মোহাম্মদ শামছুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন সীদ্ধান্ত গ্রহন করা হয়।
জাতীয় ও আর্ন্তজাতিক পর্যায়ে সুপরিচিত আখাউড়া উপজেলা শিল্পকলা একাডেমির শিক্ষার মান উন্নয়ন ও একাডেমির জীবন সদস্য বৃদ্ধিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক খোরশেদ আলম, সদস্য সাংবাদিক বিশ্বজিৎ পাল বাবু, জুটন বনিক, জীবন সদস্য নুরুন্নবী ভুইয়া, সদস্য স্বপ্না সিফাত, সমীর চক্রবর্তী, সংগীত প্রশিক্ষক আসারুল ইসলাম, পিংকি, তাহমিনা প্রমুখ।
সভা শেষে সদস্য ও প্রশিক্ষকদের মধ্যে শুভেচ্ছা স্মারক বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান সবার হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com