আখাউড়া রেলপথে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত মহিলার মৃত্যু হয়েছে। আজ শুক্রবার রাতে আখাউড়া-মেরাশানি রেলপথের মেরাশানি রেলস্টেশন এলাকায় এই ঘটনা ঘটে।
আখাউড়া রেলওয়ে পুলিশ জানায়, আখাউড়া রেলপথের মেরাশানি স্টেশন এলাকায় রাত ৮টায় ট্রেনের নিচে কাটা পড়ে ৪০ বছর বয়সী এক অজ্ঞাত মহিলার মৃত্যু হয়। তবে কোন ট্রেনের নিচে কাটা পড়ে মহিলার মৃত্যু হয়েছে তা নিশ্চিত করে পুলিশ বলতে পারেনি।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল কান্তি রায় জানায়, মহিলার লাশ উদ্ধার হয়েছে। ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়ায় প্রেরণ করা হবে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com