ব্রেকিং

x

আখাউড়া রাজেন্দ্রপুর ও বনগজে প্রবাসী সমাজকল্যাণ সংঘের ইফতার সামগ্র বিতরণ

সোমবার, ০৬ মে ২০১৯ | ১১:৪৯ অপরাহ্ণ

আখাউড়া রাজেন্দ্রপুর ও বনগজে প্রবাসী সমাজকল্যাণ সংঘের ইফতার সামগ্র বিতরণ

আজ সোমবার আখাউড়ায় রমজান উপলক্ষে বিভিন্নস্থানে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। সকালে আখাউড়া রাজেন্দ্রপুর প্রবাসী ইসলামী সমাজকল্যাণ পরিষদ ও বনগজ পূর্বপাড়া প্রবাসী কল্যাণ সংঘের উদ্যোগে দরিদ্র পরিবার ও মসজিদ মাদ্রাসায় ইফতার সামগ্রী বিতরণ করেছে।


জানাগেছে, রা‌জেন্দ্রপুর প্রবাসী ইসলামী সমাজকল্যাণ প‌রিষদের উদ্যোগে আজ সকাল ১০টায় স্থানীয় রা‌জেন্দ্রপুর মাদ্রাসা মাঠে সমা‌জের ৪৮টি দরিদ্র পরিবার ও ১০টি মস‌জিদ ও মাদ্রাসায় লক্ষা‌ধিক টাকার ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: আবুল কাশেম ভুইয়া। উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মোহাম্মদ শরীফুল ইসলা‌মের সঞ্চলনায় অনুষ্ঠা‌নে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক কাজী হান্নান খা‌দেম, ম‌ফিকুল ইসলাম সু‌হিন, মোশারফ হো‌সেন ও মোহাম্মদ আ‌বির, রাজেন্দ্রপুর প্রবাসী ইসলামী সমাজ কল্যাণ সংঘের সাধারন সম্পাদক ম‌হিবুল হাসান, সহ সাধারণ সম্পাদক মাসুদ মোল্লাহ, তথ্য ও আইন বিষয়ক সম্পাদক রমজানুল ইসলাম, অর্থ সম্পাদক ইয়া‌ছিন মোল্লা, সমাজকল্যাণ সম্পাদক অ‌হিদ সরদার, সহ সমাজকল্যাণ সম্পাদক সোহাগ মোল্লা, দ‌ক্ষিণ ইউ‌নিয়ন প্রবাসীকল্যাণ প‌রিষদ থে‌কে উপ‌স্থিত ছি‌লেন, সভাপ‌তি আ‌রিফ ভূইয়া, লিটন মিয়া, উপ‌স্থিত ছি‌লেন মোগড়া ৮নং ওয়া‌র্ডের মেম্বার মোর‌শেদ আলম, সা‌বেক মেম্বার সেন্টু মিয়া ও মহন মিয়াসহ অত্র এলাকার গণ্যমান্য ব্যা‌ক্তিবর্গ।


অনুষ্ঠানে প্রধান অতিথি আবুল কা‌শেম ভূইয়া রা‌জেন্দ্রপুর যুব সমাজ ও প্রবাসী‌দের এই ধর‌ণের উদ্যোগ গ্রহণ করায় সকলকে ধন্যবাদ জানান।

এদিকে আজ আখাউড়া ধরখার ইউনিয়নের বনগজ গ্রামের দরিদ্রদের মাঝে বনগজ পূর্বপাড়া প্রবাসী কল্যাণ সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। উক্ত সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. গোলাপ মিয়ার পরিচালনায় সভায় এই সময় উপস্থিত ছিলেন বনগজ পূর্বপাড়া প্রবাসী কল্যাণ সংঘের উপদেষ্টা হাজী মো. তাজুল ইসলাম, হাজী মো. লিয়াকত আলী, হাজী মো.মোসলিম মিয়া, আখাউড়া দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মো. ইব্রাহিম ভূইয়া লিটন, বনগজ পূর্বপাড়া প্রবাসী কল্যাণ সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক মো. বাহার মিয়া আখাউড়া দক্ষিণ ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংঘের অর্থ সম্পাদক মো. রুবেল আহাম্মেদ।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!