ব্রেকিং

x

আখাউড়া মোগড়ায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

বুধবার, ১০ জানুয়ারি ২০১৮ | ৭:১৪ অপরাহ্ণ

আখাউড়া মোগড়ায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

আজ বুধবার বিকালে আখাউড়া মোগড়ায় ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে।
মোগড়া রেলওয়ে স্টেশন মাষ্টার আব্দুল্লাহ ইবনে মাসুদ জানায়, আজ বুধবার বিকাল ৩টায় আখাউড়া উপজেলার মোগড়া রেলস্টেশন সংলগ্ন হাওরা রেলব্রীজ পারাপারের সময় চট্টগ্রাম-ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু বরন করেন আনুমানিক ৪০ বছরের একজন পুরুষ। ট্রেনের চাকায় পিষ্ট হয়ে সারাশরীর দুমড়ে মুচড়ে থেতলে যায়। খবর পেয়ে আখাউড়া রেলওয়ে পুলিশ বিকাল ৫টায় লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এ ব্যপারে আখাউড়া রেলওয়ে থানার অফিসার্স ইনচার্জ আব্দুস সাত্তার জানায়, লাশের পরিচয় পাওয়া যায়নি, অজ্ঞাত হিসাবে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।



আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!