দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে অনুমোদন পেল ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা মহিলা আওয়ামীলীগের কমিটি। দীর্ঘদিন পর কমিটি অনুমোদন পাওয়ায় দলীয় নেতাকর্মীদের মধ্যে এখন আনন্দ বিরাজ করছে। গত ১ ফেব্রুয়ারী মুঞ্জুয়ারা বেগমকে সভাপতি ও পিয়ারা বেগম পিওনাকে সাধারণ সম্পাদক করে ৩৯ সদস্যের আখাউড়া উপজেলা মহিলা আওয়ামীলীগ কমিটির নাম ঘোষণা করা হয় । কমিটিতে মমতাজ বেগম রত্নাকে সহ-সভাপতি ও রোকেয়া বেগম রুবিকে যুগ্ন-সাধারণ সম্পাদক রাখা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তাসলিমা সুলতানা খানম দলীয় প্যাডে স্বাক্ষর করে এ কমিটির অনুমোদন দেন। কমিটির তিন সাংগঠনিক সম্পাদক হলেন মাহমুদা আক্তার রুবি, সায়লা আক্তার বীথি ও ভোলনা আক্তার। আখাউড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান ও নব গঠিত কমিটির সাধারণ সম্পাদক পিয়ারা বেগম পিওনা অনুমোদন দেওয়ার বিষয়টি এ প্রতিবেদককে নিশ্চিত করেন । এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মিনারা আলম বলেছেন, এই কমিটি অনুমোদনের কপিতে তার নিজের স্বাক্ষর নেই তাই আওয়ামীলীগের গঠনতন্ত্র অনুযায়ী কমিটি অনুমোদন হয়নি। ২০১৫ সালের নভেম্বর মাসে আখাউড়া মহিলা আওয়ামীলীগের সম্মেলনে গণতান্ত্রিক ভাবে ভোটের মাধ্যমে যে কমিটি নির্বাচিত হয়েছিল তার হেরফের হওয়ায় তিনি এই কমিটিতে স্বাক্ষর করেননি বলেও জানান।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com