ব্রেকিং

x

আখাউড়া বড় লোহঘর গ্রামে দেয়ালের নিচে চাপা পড়ে দশম শ্রেনীর স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু

বুধবার, ১০ জানুয়ারি ২০১৮ | ৩:৩৬ অপরাহ্ণ

আখাউড়া বড় লোহঘর গ্রামে দেয়ালের নিচে চাপা পড়ে দশম শ্রেনীর স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু

আজ বুধবার সকালে আখাউড়া মনিয়ন্দ ইউনিয়নের বড় লোহঘর গ্রামে দেয়ালের নিচে চাপা পড়ে সুহান নামে এক দশম শ্রেনীর ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
জানাগেছে, বড় লোহঘর গ্রামের শাহীন আলমের পুত্র সুহান মিয়া (১৫) সকালে পাশের বাড়ির পুরাতন দেয়াল সংস্কার কাজ দেখছিল, সংস্কার কাজ চলাকালীন হঠাৎ দেয়ালটি ধসে সুহানের উপরে পড়ে যায়। সংস্কার কর্মীরা সুহানকে ধসে যাওয়া দেয়ালের নিচে থেকে উদ্ধার করে সকাল সাড়ে ১০টায় আখাউড়া হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা করে। এ ঘটনায় তার স্কুল তুলাইশিমুল উচ্চ বিদ্যালয়সহ এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সুহানের লাশ আখাউড়া থানায় ছিল।



আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!