ব্রেকিং

x

আখাউড়া বড়বাজারে আগুনে ভষ্মিভুত ২ দোকান। ক্ষয়ক্ষতি ৫ লক্ষাধিক টাকা

শনিবার, ১০ মার্চ ২০১৮ | ৯:১৯ পূর্বাহ্ণ

আখাউড়া বড়বাজারে আগুনে ভষ্মিভুত ২ দোকান। ক্ষয়ক্ষতি ৫ লক্ষাধিক টাকা

গতকাল শুক্রবার দিবাগত গভীর রাতে আখাউড়া পৌরসভার বড়বাজারে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে পুড়ে দুইটি দোকান ভষ্মিভূত হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট হয়ে এই আগুনের সুত্রপাত ঘটেছে বলে ধারনা করা হচ্ছে। এতে অন্তত ৫  লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।


প্রত্যক্ষ্যদর্শীরা জানায়, শুক্রবার দিবাগত রাত ২টা ৩৫ মিনিটে বড় বাজার শাহআলম মিয়ার দোকানে আগুন লেগে যায়। পরে খবর পেয়ে আখাউড়া ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রন করলেও ততক্ষনে আগুনে পুড়ে একটি হোটেল ও একটি প্লাষ্টিক সামগ্রীর দোকান ভষ্মিভুত হয়ে যায়। দোকান মালিকরা জানিয়েছে, আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে অন্তত ৫/৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।


আখাউড়া ফায়ার সার্ভিস কর্মকর্তা জালাল হোসেন বলেছেন, ফায়ার সার্ভিস দ্রুত খবর পেয়ে  আগুন নিয়ন্ত্রণ করেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট হয়ে এই আগুনের সুত্রপাত ঘটতে পারে বলে তিনি ধারনা করছেন।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!