আজ বৃহস্প্রতিবার আখাউড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে র্যালী, আলোচনা সভা ও সনদ বিতরণ অনুষ্ঠান হয়েছে।
আজ সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনার নেতৃত্বে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ মাঠে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সনদ বিতরণ অনুষ্ঠান।
এতে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শওকত আকবর, পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসমত আরা জাহান শেলী, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি তারেক ভুইয়া প্রমুখ।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com