ব্রেকিং

x

আখাউড়া পৌর যুবলীগের মনোনয়নপত্র বিক্রি সম্পন্ন। ৩০ এপ্রিল জমা নিবে

বৃহস্পতিবার, ১৯ এপ্রিল ২০১৮ | ১০:৪৩ অপরাহ্ণ

আখাউড়া পৌর যুবলীগের মনোনয়নপত্র বিক্রি সম্পন্ন। ৩০ এপ্রিল জমা নিবে
মনোনয়ন ক্রয় করছেন প্রার্থীরা। ভেতরে আরো ছবি আছে

আখাউড়া পৌরসভা যুবলীগের সম্মেলনকে সামনে রেখে আজ বৃহস্প্রতিবার সভাপতি ও সাধারন সম্পাদকসহ বিভিন্ন পদে মনোনয়নপত্র বিক্রি হয়েছে। বিকালে আখাউড়া উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে মনোনয়নপত্র বিক্রি হয়। আগামী ৩০ এপ্রিল তাদের দলীয় অফিসে ফরম জমা নেয়া হবে। মনোনয়ন বিক্রির সময় উপজেলা যুবলীগের আহবায়ক ও আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজলসহ উপজেলা যুবলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


আখাউড়া পৌর যুবলীগের সভাপতি মনির খান জানায়, ৫ জন সভাপতি, সিনিয়র সহ-সভাপতি পদে ২ জন, সাধারন সম্পাদক পদে ৬ জন ও সাংগঠনিক সম্পাদক পদে ২ মনোনয়নপত্র ক্রয় করেছেন।


p10

p12

এর মধ্যে সভাপতি পদে পৌরসভার তারাগন গ্রামের তাজুল ইসলাম, বর্তমান কমিটির সাধারন সম্পাদক আবু কাউছার ভুইয়া, দেবগ্রামের মোখলেছুর রহমান খান আনিছ, দুর্গাপুর গ্রামের শিপন ভুইয়া ও মসজিদপাড়ার শফিক উদ্দিন।

p6

সিনিয়র সহ-সভাপতি পদে মনোনয়নপত্র ক্রয় করেছেন দুর্গাপুরের মোর্শেদ আলম ও রাধানগরের হেলাল চৌধুরী।

p3

p11

সাধারন সম্পাদক পদে মনোনয়ন ক্রয় করেছেন টানপাড়ার শিপন ভুইয়া বিপ্লব, মসজিদপাড়ার রানা শরীফ, নারায়নপুরের জুয়েল রানা, জাহিদা হাসান, মসজিদপাড়ার হাজী সেলিম, বাউতলার (পৌরশহরের সাইকেল ব্যবসায়ী) মোক্তার হোসেন ফয়সাল।

p

সাংগঠনিক সম্পাদক পদে দেবগ্রামের দেওয়ান জামাল উদ্দিন ও মসজিদপাড়ার শরীফুল ইসলাম।

এদিকে মনোনয়নপত্র ক্রয়কে কেন্দ্র করে পৌর যুবলীগে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। উপজেলা যুবলীগ নেতৃবৃন্দরাসহ পৌর যুবলীগের অনেক নেতাকর্মী আজ তাদের দলীয় কার্যালয়ে উপস্থিত ছিল। আখাউড়া পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগের আহবায়ক তাকজিল খলিফা কাজলের হাত থেকে সভাপতি প্রার্থী তাজুল ইসলামের মনোনয়নপত্র ক্রয়ের মাধ্যমে মনোনয়নপত্র বিক্রি শুরু হয়। সাংগঠনিক সম্পাদক প্রার্থী শরিফুল ইসলামের মনোনয়নপত্র ক্রয়ের পর মনোনয়নপত্র বিক্রি সম্পন্ন হয়।

পৌর যুবলীগের মনোনয়নপত্র বিক্রির সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মনির হোসেন বাবুল, আখাউড়া পৌর আওয়ামীলীগের সভাপতি  ড. এড. আব্দুল্লাহ ভুইয়া বাদল, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আতাউর রহমান নাজিম, আব্দুল মমিন বাবুল, পৌর যুবলীগ সভাপতি মনির খান, মোগড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মো: কাউছার ভুইয়া, আওয়ামীলীগ নেতা শিপন হায়দার, পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো: সাইফুল ইসলাম প্রমুখ।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!