‘ঝিলমিল ঝিলমিল করে কাজল ভাইয়ের নাও, ঝিলমিল ঝিলমিল করে ময়ূরপঙ্খী নাও’- বাড়ি বাড়ি গিয়ে এভাবেই গান গেয়ে গেয়ে ভোটারদের কাছে চাওয়া হচ্ছে নৌকার প্রার্থী মো. তাকজিল খলিফা কাজলের পক্ষে ভোট। আখাউড়া পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থীর পক্ষে গানটি গেয়ে বেড়াচ্ছেন বীনা ঘোষ লাকি নামে এক নারী।
আগামী ১৪ ফেব্রুয়ারি আখাউড়া পৌরসভায় ভোট। ইতিমধ্যেই সেখানে প্রচারণা তুঙ্গে। আওয়ামী লীগের মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি মনোনীত প্রার্থী মো. জয়নাল আবদীন আব্দুর সঙ্গে। তবে দলীয় কোন্দলের কারণে বিএনপি প্রার্থী খুব একটা সুবিধা করতে পারছেন না।
খোঁজ নিয়ে জানা গেছে, বীনা ঘোষ পৌর এলাকার রাধানগরের সন্তান। বর্তমান মেয়র ও উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. তাকজিল খলিফা কাজলের বাড়ির পাশেই তাঁর পৈতৃক বাড়ি। বীনা ঘোষের সন্তানরাও তাকজিল খলিফার পক্ষে প্রচারণা চালাচ্ছেন। তবে বীনা ঘোষ পেশাদার কোনো সংগীতশিল্পী নন।
এলাকার মানুষ জানান, বীনা ঘোষ প্রচারণা শুরুর দিন থেকেই মাঠে নেমেছেন। তিনি তাকজিল খলিফার সমর্থক নারীদের সঙ্গে ছুটে যাচ্ছেন ভোটারদের বাড়ি বাড়ি। সেখানে গিয়েই তিনি খালি গলায় গানটি ধরেন। এরপর ভোটারদের হাতে প্রচারপত্র তুলে দিয়ে তাকজিল খলিফার পক্ষে ভোট চান। বিষয়টি এলাকার মানুষের মাঝে বেশ সাড়া ফেলেছে।
তাকজিল খলিফার ছোট ভাই নেসার আহমেদ খলিফা বলেন, ‘ওই নারী বেশ আন্তরিক। প্রতিটি বাড়িতে গিয়ে তিনি গানের মাধ্যমে ভোট চাইছেন। এলাকার মানুষও বিষয়টি বেশ উপভোগ করছেন।’
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com