আখাউড়া পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী তাকজিল খলিফা কাজলকে সমর্থন দিয়েছেন উপজেলা জাতীয় পার্টি। গতকাল শুক্রবার বিকালে সড়ক বাজারস্থ জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে এক সভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই সমর্থন দেন।
উপজেলা জাতীয় পার্টির সভাপতি নজরুল হক ধনুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-আহবায়ক মনির হোসেন বাবুল, পৌর আওয়ামীলীগের সভাপতি ড. এ্যাডভোকেট আব্দুল্লাহ ভুইয়া বাদল, সাধারণ সম্পাদক কাজী নাছির উদ্দিন খাদেম লিটন, উপজেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক শাফিকুল ইসলাম শাফি, সাংগঠনিক সম্পাদক সাজিদুল ইসলাম সাচ্চু, উপজেলা যুব সংহতির সভাপতি মনিরুল ইসলাম প্রমুখ।সভা সঞ্চলনা করেন উপজেলা যুব সংহতির সাধারণ সম্পাদক জামির হোসেন।
সভায় জাতীয় পার্টির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা স্বর্তস্ফুর্তভাবে উপস্থিত থেকে আওয়ামীলীগ প্রার্থীর পক্ষে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন।
১৪ ফেব্রুয়ারী আখাউড়া পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেরা আওয়ামীলীগের আহবায়ক ও আখাউড়া পৌরসভার দুই দুইবারের নির্বাচিত মেয়র তাকজিল খলিফা কাজল এবারও নৌকা প্রতীক পান।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com