ব্রেকিং

x

আখাউড়া পৌরসভা নির্বাচনে ৯ ওয়ার্ড কাউন্সিলরের মধ্যে ৮টিতেই নতুন মুখ

রবিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২১ | ১০:০২ অপরাহ্ণ

আখাউড়া পৌরসভা নির্বাচনে ৯ ওয়ার্ড কাউন্সিলরের মধ্যে ৮টিতেই  নতুন মুখ

আখাউড়া পৌরসভা নির্বাচনে ৯ ওয়ার্ড কাউন্সিলরের মধ্যে ৮টিতেই এবার নতুন মুখ নির্বাচিত হয়েছেন। এবারের নির্বাচিতদের মধ্যে ৭ জন যুবক বয়সী।


গতবারের কাউন্সিলরদের হারিয়ে এবার যাঁরা নতুন বিজয়ী হয়েছেন তাঁরা হলেন ১ নম্বর ওয়ার্ডে সফিক মিয়া স্বপন, ২ নম্বর ওয়ার্ডে তাকদির খাদেম, ৩ নম্বর ওয়ার্ডে এনাম খাদেম, ৪ নম্বর ওয়ার্ডে ইমরান মিয়া, ৫ নম্বর ওয়ার্ডে শিপন হায়দার, ৬ নম্বর ওয়ার্ডে ইব্রাহীম মিয়া সুজন, ৭ নম্বর ওয়ার্ডে জান্নাত হোসেন ঈশান, ৯ নম্বর ওয়ার্ডে বাহার মিয়া এবং ৮ নম্বর ওয়ার্ডে গতবারের কাউন্সিলর মো: বাবুল মিয়া এবারও কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন।


গতবারের কাউন্সিলরদের ব্যর্থতার কারণে নির্বাচনে জিতেছেন বলে মনে করছেন এবারের নতুন কাউন্সিলররা।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!