ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার ২০১৯-২০ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্প্রতিবার পৌরসভা কার্যালয়ে এই বাজেট ঘোষণা করেন পৌরসভার মেয়র মো: তাকজিল খলিফা কাজল।
এবার আখাউড়া পৌরৈসভায় মোট ৩২ কোটি ৮ লাখ ৯১ হাজার ১৯২ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রাজস্ব বাজেট ধরা হয়েছে ১৫ কেটি ৫৮ লাখ ৯১ হাজার ১৯২ টাকা। উন্নয়ন বাজেট ধরা হয়েছে ১৬ কোটি ৫০ লাখ টাকা। এবং সমাপনী স্থিতি ধরা হয়েছে ১ কোটি ৫০ লাখ টাকা।
আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজলের সভাপতিত্বে অনুষ্ঠিত বাজেট অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ভুইয়া, আখাউড়া থানার অফিসার ইনর্চাজ রসুল আহমদ নিজামী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাছরিন সফিক আলেয়া, আখাউড়া উত্তর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান স্বপন, দক্ষিণ ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন, আখাউড়া প্রেসক্লাবের সভাপতি মানিক মিয়া, সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলু, পৌরসভার বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলরবৃন্দসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা।
পরে পৌরসভার মেয়র সাংবাদিকদের সাথে বাজেট নিয়ে মতবিনিময় করেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com